জামালপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত-
আলম আহমেদ,
সদর উপজেলা প্রতিনিধি জামালপুর,
তাং ২১ মে ২০২৩ খ্রী.
জামালপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ মাসিক সভার সভাপতিত্ব করেন।
মাসিক সভায় বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুন নাসের বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও সভায় জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।