• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে আত্মগোপনে কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী

জামালপুর পৌরসভার কিশোরীদের জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত-২০২৩

71Times / ২৪৩০ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুর পৌরসভার কিশোরীদের জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত-২০২৩
মোঃ বিলাত আলী
বিশেষ প্রতিনিধি
কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করি, সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি” এই শ্লোগান কে সামনে রেখে “ স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা ” কিশোরী দলের আয়োজনে- জামালপুর পৌরসভার এর রশিদপুর গ্রামে কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায়, লিড এনজিও এফপিএবি এবং ইউএনএফপিএ এর অর্থায়নে
(Accelerating Action to And Child Marriage)
বাল্যবিবাহ এবং ত্বরান্বিত পদক্ষেপ জরিপের ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন-
সাজেদা পারভীন ঝিনুক, নির্বাহী পরিচালক, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা, জামালপুর।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন- মোঃ আসাদুজ্জামান, জেলা কর্মকর্তা, এফপিএবি, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ও নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, রাশিদা ফারুকী, নির্বাহী পরিচালক, অগ্রগামী দুস্ত মহিলা সংস্থা, মোঃ শাহিনুর রহমান, কাউন্সিলর ১০ নং ওয়ার্ড জামালপুর পৌরসভা, নাছরিন আক্তার, কাউন্সিলর জামালপুর পৌরসভা, শামীমা খান, নির্বাহী পরিচালক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, জামালপুর, ফাতেমা নার্গিস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, গণ চেতনা, দেওয়ানগন্জ, মোঃ জাহিদুল ইসলাম গান্ধী, শিল্প বিষয়ক সম্পাদক ও গণমাধ্যম কর্মী, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব, জামালপুর জেলা শাখা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার সহকারী পরিচালক, মাহবুবুর রহমান সহ কিশোরী দলের কিশোরীদের  অভিভাবকগণ ছিলেন।
“কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে” এই জরিপ কার্যক্রমটি জামালপুর পৌরসভা এর ১০ ও ১১ নং ওয়ার্ডের বাগেরহাটা, বটতল ও রশিদপুর  এই ০৩ টি গ্রামে পরিচালিত হয়েছে।
জরিপ কার্যক্রমের ফলাফল- বয়স ভিত্তিক অংশগ্রহণকারী কিশোরীর সংখ্যাঃ- সর্ব মোট ৬০ জন। ১৪ বছরের ০৬ জন, ১৫ বছরের ২৪ জন, ১৬ বছরের ১৫ জন, ১৭ বছরের ১২ জন, ১৮ বছরের ০৩ জন।
উক্ত সভায় প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান, জেলা কর্মকর্তা, এফপিএবি, জামালপুর তার  মূল্যবান বক্তব্যে উপস্থিত সকল কিশোরীদের সহযোগিতা করার জন্য সম্মানিত সুধীজনদের অনুরোধ করেন।
বিশেষ অতিথি মোঃ শাহিনুর রহমান বলেন যে কিশোরী অভিভাবক তার সাথে প্রয়োজনে যখন তখন তার সাথে সবাই কে যোগাযোগ করতে বলেন যদি তোমাদের স্কুলে যাতায়াত বা পথচলায় শহরের যেকোনো প্রান্তে যদি কখনো ইভটিজিং, যৌন হয়রানি অথবা বখাটেদের উৎপাতের শিকার হও, সেই মুহূর্তে আমাদের পৌরসভার কাউন্সিলরদের জানালে আমি নিজে সেখানকার স্হানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এর সুষ্ঠু বিচারের ব্যবস্হা করবো সকলের সহযোগিতা নিয়ে  ইনশাআল্লাহ।
সভাপতি সাহেবের বক্তব্যে
সাজেদা পারভীন ঝিনুক বলেন- আমাদের কিশোরীদের নিরাপত্তার জন্য আমাদের সকল অভিভাবকদের আরো সচেতন হতে হবে উপস্থিত সকল কিশোরীদের অভিভাবক সহ সম্মানিত সুধীগনদের কে আন্তরিক ধন্যবাদ দিয়ে অদ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives