জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
🖋️ মো. খোরশেদ আলম | নিজস্ব প্রতিবেদক | ৭১টাইমস ডটকম
জামালপুর | ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার:
জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সফিউর রহমান সফি।
প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন—
> “আওয়ামী লীগের মতো একটি দল আজ স্বৈরাচার, জুলুম, নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে জনআস্থা হারিয়েছে। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে—একটি দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের আশায়। আগামী দিনে বিএনপির সঠিক পথচলাই হতে পারে এই জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি।”
তিনি আরও বলেন,
> “যদি বিএনপি নেতাকর্মীরা জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে ব্যর্থ হয়, তবে শুধু দলই নয়—বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে।”
সভা পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
📅 প্রকাশিত: ২১ জুন ২০২৫
🌐 ৭১টাইমস ডটকম | মানুষের কথা, মানুষের জন্য