স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর সরকার বাড়ী রোডে এ ঘটনা ঘটে। গত ২ রা জুন ২০২৩ ইং তারিখ রাত ৮ ঘটিকার সময়,ঘটনা সুত্রে জানা যায় সরকার বাড়ী রোডে নূরানী জামিয়া মাদ্রাসার এক ছাত্রীকে প্রতিনিয়ত বখাটে সজীব নামের একটি ছেলে রাস্তায় প্রেমের প্রস্তাব দিতো। মাদ্রাসার ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তার পরিবারের কাছে ঘটনা জানায়। ছাত্রীর মা বিষয়টি সজীবের পরিবারকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে সজীব তার ৮/৯ জন বন্ধুকে সাথে নিয়ে ছাত্রীর বাসায় এসে হামলা চালিয়ে মা ও মেয়েকে ব্যাপক মারধর করে। মেয়ের মা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েলে, বখাটে সজীব ও তার বন্ধুরা দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি রাখেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ছাত্রীর নানা আহমেদ হোসেন(৬৭) বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ও ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ছাত্রীর নানা বলেন ২ তারিখে আমি থানায় অভিযোগ করার পর থেকে আসামীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমি অভিযোগ তুলে না নিলে তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অভিযোগ দিয়েছি আজ ৪/৫ দিন হয়ে গেল কিন্তু পুলিশ আজও আসামী গ্রেফতার করতে পারে নি,এমকি পুলিশ মামলাও রেকর্ড করে নাই। জানি না পুলিশ কোন অদৃশ্য শক্তির কারণে মামলা রেকর্ড করছে না। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন অভিযোগ পেয়েছি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।