আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এমপি প্রার্থী হিসেবে হাবিব হাসান ভরসায়…..
মুহাম্মাদ মহাসিনঃ
উওরার আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছেন, প্রতিদিন চলছে আলোচনা ও মতবিনিময় ঘরোয়া সভা।
ফেসবুকে চলছে নানা মতামত নির্বাচনী প্রচার ঘিরে প্রার্থী হিসেবে নেতাকর্মীদের আস্তাবল ও জনপ্রিয় তার বিভিন্ন মতামত তুলে ধরছেন। দীর্ঘদিনের রাজপথের নেতাকর্মীদের মাঝে আলহাজ্ব মোঃ হাবিব হাসান ভরসায় আছে। ঢাকা ১৮ আসনের ৯০ ভাগ নেতাকর্মী চায় আলহাজ্ব মোঃ হাবিব হাসান কে।
উপ-নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই আলোচনা জমে উঠছে। নির্বাচনী মাঠে কে হচ্ছে প্রার্থী এবারে।
ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের মনোনীত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মনোনীত প্রার্থী হতে
প্রায় ২০ জনের বেশি মাঠে নামছেন নির্বাচন করার জন্যই আবারো সবার কথায় একি ধরনের বলে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললে নির্বাচন করবেন ও না বললে করবেন না। ঢাকা ১৮ আসনের তুরাগ,দক্ষিনখান, উওরখান, ডুমনী,ভাটারা,উওরাপুর্ব ও উওরা, খিলক্ষেল থানা এলাকার সিমানাগুলো নিয়ে নির্বাচনী সংসদীয় আসন।
নির্বাচনী আলোচনা ঘিরে চলছে যার যার প্রার্থীর
কর্মীদের পক্ষের প্রচারনা। ফেসবুকে, চা দোকানে,রাস্তার পয়েন্টে,
ঢাকা ১৮ আসনের মাঠের রাজনীতিতে আলহাজ্ব মোঃ হাবিব হাসান এর জনপ্রিয়তা শীর্ষে রয়েছে।
উওরায় সহ ঢাকা ১৮ আসনের প্রতিটি এলাকায় তার কর্মী ও সমর্থক আছে। মসজিদ মাদ্রসা কমিটির ও সামাজিক সংগঠনের লোকজন হাবিব হাসান এর প্রতি ভরসা।