ঢাকা ১৮ আসনের নৌকার মাঝি অ্যাডভোকেট সাহারা খাতুনের বাসা মুখী শত শত নেতা-কর্মীর সরগরম মুখরীত ও বাসায় ফোনে ছবি তুলছে- সেলফি তুলেছে ফেসবুকে প্রচার করছে ধুমধামে ভোটের মাঠে আলোচায় ঝড় বয়েছে -সাহারা খাতুনের বাসায় সেলফি ঝমকানো চমকে নেতারা সবর হয়েছে ও আলোচনা পরিচিত হতে ছুটে যায় অনেকে,
দখিনখান থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সমপাদক মিনারা সুলতানার প্রতিবেদক কে বলেন মাননীয় অ্যাডভোকেট সাহারা খাতুনের বাসায় ঢাকা-১৮ আসনের ও মহাজোটের – আওয়ামী সহযোগী সংগঠনের নেতারা প্রতিনিয়ত যাবে কথা বলবে আলোচনা করবেন ও সবায় আসবে যাবে অনেকে ছবি তুলবে ফেসবুকে প্রচার করবে ,
ঢাকা-১৮ আসনে আবার ও আওয়ামীলীগের প্রার্থী হিসাবে ঘোষনার পর থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত-কর্মীরা সরগরম ভোটের মাঠে অ্যাডভোকেট সাহারা খাতুন নৌকা মার্কায় ভোট দিতে প্রচার করছেন ,
উওরা-তুরাগের ব্যবসায়ী অন্যজীবন সমতির মালিক শামীম হোসেন বলেছেন ঢাকা-১৮ আসনে আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন ভাল মনের মানুষ তার কাছে গিয়ে কথা বলা আলোচনা পরিচিত হয়ে ভাল লাগে আমার সাথে অনেক আগে থেকে পরিচিত আমি ছটো বেলা থেকে নৌকা সমর্থক আমার পরিবারের লোকজন নৌকা মার্কায় ভোট দেয়, আমার সকল পরিচিত জনদের বলে দিয়েছি আওয়ামীলীগ – মহাজোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন কে নৌকায় ভোট দিতে ,
অ্যাডভোকেট সাহারা খাতুন কে নৌকা মার্কায় ভোট দিতে প্রচার প্রচারনায় জাতীয় পার্টি নেতারা মাঠে নামছেন ঢাকা-১৮ আসনের , গত মাস থেকে জাতীয় পার্টি র ঢাকা-১৮ আসনের সকল থানা কমিটির নেতাদের নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা হয় পরিচালনা করেন উওরা পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি শরীফুল আলম সোহেল আলোচনা সভাটি সোহেলের বাস ভবনে হয়েছে, ঢাকা-১৮ আসনের সকল থানার জাতীয় পাটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক গন উপস্তিত ছিলেন তুরাগ থানা জাতীয় পাটির সভাপতি আলাউদ্দিন আলাল, উওরা পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি শরীফুল আলম সোহেল, খিলখেত থানা মোহাম্মদ আলী ও মো: নজরুল সরদার,দখিনখান থানার সভাপতি বোরহান উদ্দিন শেখ,উওরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হাওলাদার নয়ন, বিমানবন্দর নয়ন, তুরাগ থানার সাংগঠনিক সম্পাদক লেহাজ উদ্দিন সরকার, উওরখান থানার মিজানুর রহমান বাবুল ও সাধারন সমপাদক উওরা পশ্চিম থানার সাধারন সমপাদক জলিলুর রহমান জলিল,নাজিম ,
আলোচনা সভায় বলেন মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন কে নৌকা মার্কায় ভোট দিতে মাঠে প্রচার করবেন,
ও গত মাসে উওরা পশ্চিমে অ্যাডভোকেট সাহারা খাতুনের পিএস মজিবুর রহমান (মামা) র সাথে ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির থানা সভাপতি ও সমপাদক গন দেখা করেন আলোচনা করেন অ্যাডভোকেট সাহারা খাতুন যখন মহাজেটের প্রার্থী ঢাকা-১৮ আসনের সকল থানার জাতীয় পার্টির নেতা-কর্মী নৌকা মার্কার ভোট প্রচারে মাঠে থাকবে ও আওয়ামীলীগের সাথে জাতীয় পার্টি মিলে মিশে কাজ করবে জানান উওরা পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি শরীফুল আলম সোহেল,
অ্যাভোকেট সাহারা খাতুনের উওরার বাসা মুখী ঢাকা-১৮ আসনের দলীয় নেতাকর্মীরা
উওরা পশ্চিম থানা এলাকায় অ্যাভোকেট সাহারা খাতুনের বাসায় মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগ,শ্রমিক লীগ,তাতীলীগ,জাতীয় শ্রমিকলীগ,যুবলীগ, নেতাদের মিলন মেলা চলছে,
ঢাকা-১৮ আসনের আওয়ামীলীগ-সহযোগী সংগঠনের নেতারা নিজ নিজ এলাকায় ভোটের প্রচারে সবর হয়েছে ফেসবুকে ও চলছে নৌকা মার্কায় ভোট দিন সাহারা আপান সালাম নিন ঢাকা-১৮ আসনে নৌকায় ভোট দিন ধুমধাম চলছে প্রচারনা,
জনসাধারনের আস্থায় অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি
আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
সুখ দুঃখের কথা শুনেন ও যথা সম্ভব সমস্যা সমাধান করতে চেষ্ঠা করেন ।
ধনী গরিবের ভেদাভেদ না করে জন্ম, মৃত্যু, বিবাহ বা বিপদগ্রস্থ জনসাধারনের পাশে দাড়াতে ছুটে যান।
স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, হাসপাতাল উন্নয়নে তিনি অগ্রনী ভুমিকা রেখেছেন।
জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশকে ধারন করে, বিশ্ব শান্তি ও মানবতার প্রতিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ।তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা
সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে,
বাংলাদেশ মহিলা সমিতির
আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি
তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী,
এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
এম এম মহাসিন( জাতীয় সাপ্তাহিক মোকাবেলা ) www.71times.com
Leave a Reply