• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামলা! মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে হযরত মাওলা আলী(আঃ) মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে দোয়া, ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিনের ইফতার মাহফিল। মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি

তুরাগে গরুর ওয়েস্টিজ লেজ কারখানা দুর্গন্ধে প্রতিবেশী পথচারীরা অতিষ্ঠ! 

71Times / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

জিয়াউর রহমান জিয়াঃ রাজধানীর তূরাগে  দুই নং ব্রিজের পশ্চিম দক্ষিণ কনারে,  গড়ে উঠেছে ওয়েস্টিজ গরুর লিঙ্গর কারখানা, দুর্গন্ধে প্রতিদিন পথচারীরা হচ্ছেন  অসুস্থ, রমজান মাস বিকেল বেলা ঘুরতে গেলে অনেক পথচারী বমি করে অসুস্থ হচ্ছে  দেখার কেউ নেই, কারখানার মোঃ মালিক মুরাদ হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, এই সব ওয়েস্টিজ গরুর লিঙ্গ এখানে সুখানো হয় তার পর বিদেশ পাঠানো হয়, তিনি দৈনিক রুদ্র বাংলা পত্রিককে  জানান,তাকে  প্রশ্ন করিলে উওর দিলেন এই সব কারখানার আশেপাশে একটু দুর্গন্ধ থাকবেই   আপনাদের সমস্যা কি,প্রতিদিন অনেক পথচারী দুর্গন্ধে বমি করেন অনেক রোজাদার ব্যক্তি  বিকালে একটু ঘুরাঘুরি করতে করতে আসলে দুর্গন্ধের কবলে পরে অসুস্থ হয়ে যায় আপনি বলেন একটু দুর্গন্ধ থাকবে এই কি হয়,  কারখানার মালিক মোঃ মুরাদ হোসেনের কাছে সাধারণ জনগণের পাত্তা নেই বলছেন প্রতিবেশি,   মানুষের ক্ষতি করে কারখানা খুলছেন, পরিবেশ মন্ত্রণালয় এর কাগজপত্র আছে , দুর্গন্ধ ছড়ানোর কাগজপত্র আছে কি।তিনি বলেন কোনো কাগজপত্র লাগে না এই সব কারখানা ব্যবসা করতে, এ-বিষয় নিয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা  বললে তিনি জানান কোনো ব্যক্তি  অভিযোগ করলে   আমরা অবশ্যই আইনগত ব্যবস্থাগ্রহণ করব , আলোর মাঝে অন্ধকার কোটি কোটি টাকার ব্যবসা চলছে মানুষের ক্ষতি করে  কোনো কাগজপত্র নেই অভিযোগের অপেক্ষায় বসে থাকবেন প্রশাসন,  আশেপাশের মানুষ গুলো দুর্গন্ধে হচ্ছেন অসুস্থ একাদিকবার কারখানার মালিক কে বললে সে বলেন থানায় অভিযোগ করেন, এই কথা বলাতে কি বোঝা যায় প্রতিবেশি মানুষ গুলো বলেন গরীব টিন সেট ঘর তুলে থাকি বলেইকি আমরা মানুষ না , এলাকাবাসীর দাবি  অতি তাড়াতাড়ি কারখানার মালিক কে আইনের আওতায় এনে উপযুক্ত শান্তি দেওয়া হোক এবং এর সাথে  কারখানা বন্ধ করার জোর দাবি।  ২য় পর্ব দেখার জন্য চোখ রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর