• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামপুরে মোটরসাইকেল সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে

তুরাগে চোরের অপবাদ দিয়ে হকারকে বেদম মারধোর করে হাত ভেঙ্গে দিয়েছে ইন্জিনিয়ার ও কন্টাকটর!

71Times / ২১৯ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর তুরাগ থানা ১৬ নং সেক্টর সততা বাজার সংলগ্ন একটি বহুতলা নির্মানাধীন বিল্ডিং এর ইন্জিনিয়ার মোঃ হোসাইন আহমেদ, ইলেকট্রিক কন্টাকটর হাসান ও দারোয়ান পারভেজ মোঃ নুরুন্নবী (৩৮) নামের এক ব্যক্তিকে চোরের অপবাদ দিয়ে মারধর করে বাম হাত ভেঙ্গে ফেলে এবং সারা শরীরে রক্তাক্ত জখম করে। ভূক্তভোগীর পিতা- মৃত- আব্দুল জিহাদ, মোছাম্মৎ নছিয়া বেগম, স্থায়ী ঠিকানা, বিরহিম চর,থানা- ওলিপুর, জেলা- কুড়িগ্রাম। এ/পি- ধৌর সরকারবাড়ী ( বাবুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ) থানা- তুরাগ ডিএমপি, ঢাকা-১২৩০। এ বিষয়ে ভূক্তভোগী নূরনবী বাদী হয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে ভূক্তভোগী বলে আমি ধৌর তুরাগ উত্তরা সহ বিভিন্ন জায়গায় হকারী করিয়া জীবন যাপন করিতেছি। গত ১৪ ই আগস্ট ২০২৩ ইং তারিখ দুপুর ১ঃ০০ ঘটিকার সময় অত্র এলাকা দিয়ে ভ্যান গাড়ি চালিয়ে যাওয়ার সময় উক্ত বিল্ডিং এর দারোয়ান পারভেজ আমাকে ডাকিয়া আমার কাছে ৭ কেজি ভাঙ্গারি লোহা বিক্রয় করে, মুল্য ৩৫০ টাকা।আমি ন্যায্য মূল্য তাহা ক্রয় করিয়া নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একজন ব্যক্তি আমার কাছে জানতে চায় আমি এই রডগুলো কোথায় পেয়েছি আমি তখন সরল বিশ্বাসে তাকে বলি একটি বিল্ডিং এর দারোয়ান আমার কাছে লাহাগুলো বিক্রয় করিয়াছে। উক্ত ব্যক্তি আমাকে সাথে নিয়া সেই বিল্ডিং এর সামনে আসলে আমি দেখাইয়া দেই।এই দারোয়ান আমার কাছে ভাঙ্গারী লোহা বিক্রয় করিয়াছে। ঐ ব্যক্তি দারোয়ানকে জিজ্ঞাসা করলে দারোয়ান বিক্রয়ের কথা স্বীকার করে। উক্ত ব্যক্তি দারোয়ানকে একটি কাঠের চেলি দিয়ে মারধর শুরু করেন।পরে ইঞ্জিনার এবং কন্টাকটার মিলে আমাকে মারধর শুরু করেন আমাকে মেরে আমার বাম হাত ভেঙে ফেলে।আমার আত্ম চিৎকারে আশেপাশে কোন মানুষ না থাকায় আসে না। উক্ত বিবাদীগণ আমার পকেটে থাকা চার হাজার টাকা নিয়ে যায়। আমার ব্যবহৃত মোবাইল এন্ড্রয়েড মোবাইল সেট ও ভ্যান গাড়িটি মালামাল সহ আটকায় রাখে। বর্তমানে আমার ভ্যান গাড়ি মোবাইল এবং টাকা তাদের কাছে আটক আছে। আমার পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারাএসে আমাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়, আমি এখনো চিকিৎসাধীন আছি। উক্ত বিবাদীগণ খুব খারাপ প্রকৃতির লোক বলিয়া জানতে পারি। বিবাদীগণ আমাকে মামলা না করার জন্য বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মওদুদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives