• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামলা! মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে হযরত মাওলা আলী(আঃ) মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে দোয়া, ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিনের ইফতার মাহফিল। মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি

দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে ঘোড়াধাপ ইউনিয়ন আ’লীগের অচল কার্যালয় সচল করলেন রেজনু

71Times / ২৬৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে ঘোড়াধাপ ইউনিয়ন আ’লীগের অচল কার্যালয় সচল করলেন রেজনু
মো. আলমগীর, জামালপুর।
দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে জামালপুর সদর উপজেলার অন্তর্গত ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের অচল কার্যালয় সচল করলেন জামালপুর-৫ (সদর) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে অন্যতম সদস্য, রেজাউল করিম রেজনু সিআইপি।
মঙ্গলবার (২৯আগস্ট) বিকেলে ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে অচল কার্যালয়টি সচল করেন তিনি।
স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় সূত্রে জানা যায়, ঘোড়াধাপে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য এক শতাংশ জমি ক্রয় করেন। পরে সেখানে একটি টিনসেট ঘর ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে স্থানীয় নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন। দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম ঠিকঠাক চলছিল। ২০২২ সালের ৭ সেপ্টেম্বরে ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ২৪ অক্টোবর ঘোষণা করা হয়। সেই কমিটিতে মো. ফজলুল হককে পুনরায় সভাপতি পদ না দেওয়ায় তিনি এই কার্যালয়টিতে তালা লাগিয়ে দেন। ফজলুল হক প্রায় এক বছর যাবত ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি বন্ধ করে রাখায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখে দেয় এবং ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই কার্যালয়টি সচল করেতে জেলায় উচ্চপদস্থ বিভিন্ন নেতাদের বিষয়টি জানানোর পরেও তারা কোন পদক্ষেপ নেননি। বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার ২৯ আগস্ট বিকেলে ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বন্ধ করে রাখা দলীয় কার্যালয়টি খুলে দেন রেজাউল করিম রেজনু। পরে বন্ধ অফিসটি পরিস্কার-পরিচ্ছন্ন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অফিসটি পূনরায় সচল হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দকে আনন্দিত হতে দেখা যায়।
এসময় ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, সহ-সভাপতি আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুল করিম, আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান দীন আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, ঘোড়াধাপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর