• রবিবার, ২২ জুন ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সামিউন বাসির: গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক নিরব যোদ্ধার গল্প জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎ শর্ট সার্কিটে গরু, ছাগল, অটোগাড়ি ও ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৫ পরিবার এপ্রিলে নয় ডিসেম্বরেই নির্বাচন চান ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। নরিন্দ্রপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন জামালপুরে ঝুমকা হস্তশিল্প সমিতির মাধ্যমে ৫০টি গরুর কোরবানি, ১৭৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা দৈনিক বরুড়া কণ্ঠের মতবিনিময় সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত” কুমিল্লার ১৭ উপজেলায় ৪০১ স্থানে কোরবানির পশুর হাট বসেছে” লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়নের সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ

দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার

71Times / ৫৮১৩ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
oppo_0

দুই মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ : ৫ হাজার শ্রমিক বেকার

মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ
দিনাজপুর মালিক সমিতির সঙ্গে পার্বতীপুর মালিক সমিতির দ্বন্দ্বে ১১ দিন ধরে পার্বতীপুর থেকে রংপুর, দিনাজপুর, ফুলবাড়ী, সৈয়দপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত ১১ দিন ধরে তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন পার্বতীপুর-দিনাজপুর-ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর-সৈয়দপুর ফুলবাড়ী-রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে এ রুটে চলাচলকারি বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলা প্রশাসক বিষয়টি দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। পার্বতীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের মালিক পক্ষের সুপারভাইজার মোহসীন আলী ঝেল্লা বলেন, গত ১৮ ডিসেম্বর থেকে   দিনাজপুর মোটর মালিক সমিতি এবং পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দের জেরে   এই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো: ফয়জার রহমান বলেন, বিগত সরকারের আমলে দিনাজপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে ফুলবাড়ী-মিঠাপুকুর-নাগেরহাট-রংপুর সড়কে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস ছিল ৬টি কিন্তু বর্তমানে রয়েছে মাত্র একটি। দিনাজপুর বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ায়, পার্বতীপুর  মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি মিঠাপুকুর, নাগেরহাট রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দেয়। রবিবার সরেজমিনে দেখা যায়, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা বাস টার্মিনালে চত্বরে গল্পগুজব করে সময় পার করছেন। কারো কারো চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বাস চালক সামছুল আলম বলেন, অনেকেই দিন আনে, দিন খায়। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না। দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ১১৬৭ পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মো: মমিনুল ইসলাম ডাক্তার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। মালিকদের দ্বন্দ্বের কারনে গত ১১দিন ধরে এই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো: ফয়জার রহমান প্রতিনিধিকে বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটর। এরমধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা, আর বাকি ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রুপ পার্বতীপুরের দিনাজপুর জেলা বাস-মিনি-বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুরে দিনাজপুর জেলা বাস-মিনি- বাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক সমিতিকে চিঠি দেয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারি বাস বন্ধ করে দেয়া হয়েছে। সরাসরি সৈয়দপর-পার্বতীপুর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এরমধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে। পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১ টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ৯টি।

দিনাজপুর মোটর মালিক সমিতির সভাপতি ভবানী বাবু প্রতিনিধি কে বলেন, সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। আশা করছি দু-একদিনের মধ্যে বিষয়টি সমাধান হতে পারে। শনিবার বিকেল ৫টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে দুই মালিক সমিতির পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। খুব শীগগ্রই সমাধান হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর