দুই হাজার সাতশো জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে এস এম আজিজুল হাকিম (শিমুল ) শেরপুর জেলার পাঁচটি উপজেলা চারটি পৌরসভায়২০২৩-২৪ অর্থ বছরে মোট ২৭০০ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় এসেছে।জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের উপ- পরিচালক এটিএম আমিনুল ইসলাম জানান ২০২৩-২৪ অর্থবছরে জেলার ৫ টি উপজেলা ৪ টি পৌর সভায় মোট ২৭০০ জন প্রতিবন্ধীর শিক্ষা উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে শেরপুর সদর উপজেলার ২০৫ জন নকলা উপজেলার ২৩৪ জন নালিতাবাড়ী উপজেলায় ১৭০ জন ঝিনাইগাতী উপজেলায় ১২৩ জন ও শ্রীবরদী উপজেলায় ৩০৪ জন এবং ৪টি পৌর সভার ইউসিডি ১৬৬৪ জনকে শিক্ষাবৃত্তি ও সামাজিক নিরাপত্তা পাচ্ছে তিনি আরো জানান উপবৃত্তি ভোগিরা মোবাইলেও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন মাস পর পর শ্রেণী ভেদে মাসে ৭৫০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত বৃত্তি পাচ্ছে।এতে তাদের পরিবার অর্থনৈতিক ভাবে উপকৃত হচ্ছেন। শেরপুর পৌর সভার মেয়র গোলাম কিবরিয়া লিটন জানান স্বচ্ছভাবে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদানের লক্ষ্যে পৌর কাউন্সিলরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীদের শিক্ষা অভিব্যক্তি প্রদান করা হচ্ছে।