• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামপুরে মোটরসাইকেল সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে

“দেশে কোরবানির জন্য বিদেশ থেকে পশু আসবে না”

71Times / ১৩৬২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

কোরবানির পশু পরিবহনে রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না উল্লেখ করে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘যে অঞ্চলে সুযোগ আছে সেখান থেকে ট্রেনে পশু পরিবহন করা হবে।

এছাড়া খামারিদের খামারে পশু বিক্রয় হলে সেখান থেকে ইজারাদার টোল আদায় করতে পারবে ন। এছাড়া কোরবানির জন্য কোনো অবস্থাতেই বিদেশ থেকে গবাদি পশু আনার অনুমতি দেওয়া হবে না।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, করোনার কারণে এ বছর আসন্ন ঈদুল আজহায় গবাদি পশু বিপণনে আমরা অনলাইন বাজারের ওপর দিচ্ছি। তবে পশুর হাটে স্বাস্থ্যসম্মত উপায়ে পর্যাপ্ত গবাদি পশু সরবরাহ ও বিপণনের ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতন থাকতে হবে, নিজের দায়িত্ববোধ ও নৈতিকতা দিয়ে কাজ করতে হবে।’

গবাদি পশু বিপণন ও পরিবহন সমস্যা সমাধানে প্রাণিসম্পদ অধিদপ্তরে হটলাইন স্থাপন করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা সার্বক্ষণিক হটলানে সম্পৃক্ত হবেন। গবাদি পশুর বাজারগুলোতে প্রায় ১ হাজার ২০০ মেডিক্যাল টিম কাজ করবে যাতে রুগ্ণ গবাদি পশু বাজারে আসতে না পারে। একই সঙ্গে মনিটরিং টিম গঠন করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি গবাদি পশু কোরবানির জন্য মজুত রয়েছে। যার মধ্যে গরু-মহিষের সংখ্যা ৪৫ লাখ ৩৮ হাজার এবং ছাগল-ভেড়ার সংখ্যা ৭৩ লাখ ৫৫ হাজার ও অন্যান্য ৪ হাজার ৫০০টি। যা চাহিদার চেয়ে বেশি।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিজিবি ও খামারিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনলাইনে সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives