নরিন্দ্রপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
বরুড়া, কুমিল্লা | ১০ জুন ২০২৫
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর গ্রামে ঈদ-উল-আযহা-পরবর্তী ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে “নরিন্দ্রপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠন”-এর সার্বিক ব্যবস্থাপনায়। প্রতিবছরের মতো এবারও আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে অনুষ্ঠিত হয় ইসলামিক সংগীত পরিবেশনা, ধর্মীয় আলোচনা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজন স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “২০১৯ সাল থেকে আমরা এই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।”
সংগঠনের এক সদস্য বলেন, “এই সব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে প্রবাসী ও স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ সহায়তার কারণে।”
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
সংগঠনের পক্ষ থেকে বার্তা: “আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা। আমরা চাই, আগামীতে আরও বৃহৎ পরিসরে সমাজের জন্য কাজ করতে। ইনশাআল্লাহ।”