সরকারী নিষেধাজ্ঞা না মেনে অবৈধ বালু উত্তোলন
এসএম আজিজুল হাকিম ঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় খরস্রোতা চেল্লাখালী নদীতে প্রতিদিন এভাবে সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে নদীর দুই পাড় ভেঙ্গে গভীর গর্ত করে বালু উত্তোলন করে বালু ব্যবসায়ীরা বাংলা সালের ১৪৩০ অর্থ বছরে খরস্রোতা চেল্লাখালি নদীর ইজারা দেওয়া হয় বুরুঙ্গা মৌজা কিন্তু খলচন্দা মৌজা ইজারা দেওয়া হয় না তার পরেও বালু ব্যবসায়ীরা সরকারি নিয়মের তোয়াক্কা না করে খলচন্দা মৌজার নদীর দুই পাড় ভেঙ্গে ও গবির গর্ত করে বালু উত্তোলন করছে নাম প্রকাশে অনিচ্চুখ এক ব্যক্তি বলেন উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি এসে আমাদের নিশান টাঙ্গিয়ে দিয়ে গেছে সেই নিশানের বিতরে আমরা বালু উত্তোলন করছি কিন্তু সহকারী কমিশনার ভূমি ইফফাত জাহান তুলি সাথে যোগাযোগ করলে তিনি জানান খলচন্দা মৌজা ইজারা হয়নি খলচন্দা মৌজা থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে