নৌকা বাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের আনন্দের মাঝে হাবিব হাসান এমপি
মোহাম্মদ মহাসিনঃ
রাজধানীর শেষ মাথায় ও রাজধানীর প্রবেশ পথেই ” তুরাগ নদী” নদীর তীরে দুই পাশে উৎসব মুখরিত মানুষ মিলন মেলা আনন্দ মুখরিত সৃষ্টি হয় ” ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে। তুরাগ নদীতে চলে আসেন লঞ্চ, নৌকা, ট্রালার, স্ট্রিপবোর্ড সহ নৌ যানবাহন আশুলিয়া, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভৈরব, নারায়ণগঞ্জ, গাজীপুর কালিগঞ্জ থেকে নৌ- পথে নৌ যানবাহনে মাইকিং, সাউন্ড সার্ভিস, শিল্পীদের গান পরিবেশের মাধ্যমে। শুধুই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা -২০২৩। স্থান: কোটবাড়ী থেকে মুন্ডা ( তুরাগ নদী)। ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান (এমপি) উদ্ধোধন করেন ও নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনটি তাঁর দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়। ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকা থেকে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন সহ সকল শ্রেনীর গণমানুষের উপস্থিতে আনন্দ উৎসব মুখরিত হয়ে উঠে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৮ আসনের আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ ও টেলিভিশন। উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারীর মধ্যে ও দক্ষিণ খান থানা পুলিশ ও নৌ- পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলো।
আয়োজনেঃ আনোয়ার চিশতী। সভাপতিত্ব করেন মোতালেব – কাউন্সিলর, ৪৭ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, কুতুব উদ্দিন আহমেদ, মোঃ মফিজ উদ্দিন বেপারী, মোঃ ফয়েজ আহমেদ, মঞ্জুর হাসান মজনু, মহসীন সরকার, আতাউর রহমান বাদল, আবেদ আলী, মোঃ আকবর আলী, মোঃ নাজমুল আলম ভুঁইয়া, মোঃ ফারুক আহমেদ, এস এম ইদ্রিস আলী, মোঃ বাদল, মোঃ দুলাল আরেফিন, মোঃ হাসানুর রহমান, মোঃ তাঁরা মিয়া তুহিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।