পাড়া-মহল্লায় চাঁদাবাজী ও লুটতরাজ বন্ধের দাবিতে বন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
৯ আগষ্ট শুক্রবার সকাল ১০টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকের সামনে এ সকল কর্মসূচী পালিত হয়। শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সহ সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুন্নী সরদারের সভাপতিত্বে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্দরের অন্যান্য সমন্বনয়কদের অংশগ্রহণরত একটি বিশাল মিছিল ওই কর্মসূচীতে যোগ দেয়। এ সময় মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা চাঁদাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করেন। মিছিলটি বন্দর শহীদ মিনার হতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর ঘাট হয়ে জেলা শহরের কর্মসূচীতে অংশগ্রহণ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে নিলয়,সাজ্জাদ, রিফাত হোসেন, মো: সোহানুর, তনিমা শারমিনসহ আরো লড়াকু যোদ্ধারা উপস্থিত ছিলেন।