সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদেও মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়। জানাগেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত ১ম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা-২০২১ প্রকল্পে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস (ট্যাব) শিক্ষা উপকরণ হিসেবে কাউনিয়া ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বিতরণ করেন। মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা সহকারী প্রোগ্রামার মৃতুঞ্জয় সেন, পরিসংখ্যান তদন্তকারী মুকছিদুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। উপজেলার ২১০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহোর ডিজিটাল ডিভাইস (ট্যাবলেট) বিতরণ করা হয়।