আদমদীঘি (বগুড়া) ৭১টাইসম্ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের যুবলীগ নেতা রবিউল ইসলামকে (২৯) হত্যা মামলার ৪ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মামলার ২ নম্বর আসামী মৃত ইচহাকের ছেলে আলম, ৩ নম্বর আসামী মৃত জসিম সাহানার ছেলে ফারুক সাহানা, ৪ নম্বর আসামী আফজাল প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম, ৫ নম্বর আসামী আকবর আলীর ছেলে সিদ্দিকুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যাম মোহাম্মদ জানান,
পুলিশ অভিযান চালিয়ে দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও বগুড়া সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৬ মার্চ চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রবিউলকে গভীর রাতে আবাদপুকুর বাজার থেকে ফেরার পথে পথরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রবিউলের বাবা বাদী হয়ে আদমদিঘী থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া প্রধান আসামী সেলিমকে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।