• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামপুরে মোটরসাইকেল সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে

বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ

71Times / ৩৯৪৯ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ
বন্দর প্রতিনিধি:
বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে মসজিদ কমিটির ৬ লক্ষাধিক টাকা আত্নসাৎসহ ২১বছরের অবৈধ কমিটির সেক্রেটারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে মুসল্লীরা। ২৯ মার্চ শুক্রবার বাদ জোহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১নং মাধবপাশা বড় জামে মসজিদ অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। বিক্ষুব্দ মুসল্লীরা মসজিদ কমিটির স্ব-ঘোষিত সেক্রেটারী নূরুল ইসলাম বেপারীর বিরুদ্ধে নানা শ্লোগান উত্থ্যাপন করে। এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক ও মসজিদ কমিটির সদস্য আব্দুস সালাম জানান,নূরুল ইসলাম বেপারী গং মসজিদ কমিটিটি ২১বছর ধরে কুক্ষিগত করে রেখেছেন। মসজিদের আয়-ব্যায়ের হিসাব তিনি কাউকেই দিতে চান না। কেউ হিসেব চাইতে গেলে তাকে লাঞ্চিত করা হয়। গত শুক্রবার আমি হিসাবের কথা বলাতে সে আমাকে মসজিদ থেকে বের করে দিতে বলেন। তাছাড়া অর্থ আত্নসাতের বিষয়টি আমাকে মসজিদের মোতওয়াল্লীই বশির এলাহীই আমাকে বলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলাকার সকল মুসল্লীরা সবাই এই কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা সেক্রেটারীর কাছে টাকার হিসাবসহ অপসারণ চেয়েছেন। অপরাপর সদস্য রাসেল মিয়া জানান,তারাতো কোন উন্নয়ন করেনইনা বরং আমরা করতে যাই তাতেও তারা বাধাগ্রস্থ করেন। তারা সবার সঙ্গে রুক্ষ আচরণ করেন সব সময়। একটা মসজিদ কমিটির কর্মকর্তার আচরণ এমনটা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলাম বেপারীর সঙ্গে আলাপকালে  তিনি সাংবাদিকদেরকে জানান,ঘটনা সাক্ষাতে বললে বুঝতে পারবেন।
পানির পাম্প স্থাপনের দাাবিতে আবারো
রাজপথে ভুক্তভোগী মানুষ
বন্দর প্রতিনিধি
পানির নতুন পাম্প স্থাপনসহ পুরনো পাম্প সচল করার দাবিতে আবারো গণবিক্ষোভ করেছে অবিচল রাজবাড়ীসহ ২১ও ২২নং ওয়ার্ডবাসী। ২৯মার্চ শুক্রবার বাদ জুম্মা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। তরুন সমাজকর্মী আসিফুজ্জামান দূর্লভের সঞ্চালনায় মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় বক্তব রাখেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,অবিচল রাজবাড়ী’র সভাপতি হাজী ইকবাল হোসেন,একই সংগঠনের মুখপাত্র আতিকুল ইসলাম মানিক,বিএম স্কুল এন্ড কলেজের সাবেক গণিত শিক্ষক মোঃ আব্দুল গণি,রাজবাড়ী বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম,মানবাধিকারকর্মী রায়হান কবির,সাহাবুদ্দিন পাঠান,নাজমুল আহম্মেদ সোহাগ,হুমায়ূন কবির বাবু,সাকিব আঞ্জুম সুস্মিতসহ বিদ্রুপ শ্লোগানে মুখরিত করে তোলে। মিছিলটি রাজবাড়ী ওয়াসার পাম্প হাউজ হতে শুরু করে বন্দর বাজারের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভপূর্বক সমাবেশে বক্তারা বলেন পানির জন্যে হাহাকার করছে আমার প্রিয় বন্দরের মানুষ। কত দিন আর কত দিন পানির হাহাকার পানির কষ্ট সহ্য করবে মানুষ। বক্তারা আরো বলেন,আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে আমাদের সর্বশেষ আর কোন উপায় না থাকলে বন্দরের রাস্তা-ঘাট থেকে শুরু করে সকল কিছু অচল করে দেয়া হবে। মাননীয় মেয়র গতবার বলেছিলেন বাজে বাজেট কম। এবারতো সিটি কর্পোরেশনের অর্থবছরের উন্নয়ন বাজেট ৬৯৫ কোটি ৭ লক্ষ ৫৮ হাজার ৯১৯ টাকা ধরা হয়েছে। এত বিশাল বাজেটে আমার বন্দরের ৫০ হাজার মানুষের জন্যে সামান্য পানির পাম্প বসানো যায়না? আজকের পানি চেয়ে প্রতিবাদ সমাবেশকে জনমানুষের আন্দোলনে রূপ দেয়ায় ছাত্র,শিক্ষক,শ্রমিক, কর্মজীবী, ব্যবসায়ীক, ধার্মিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আমার মা ও বোনদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই সকল জাতীয়-স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives