বরুড়ায় শিক্ষার্থীদেরকে জনকল্যাণ ও বরুড়া ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
মেহেদী হাসান সবুজঃ শনিবার সকাল দশটায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বরুড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কিন্টার গার্ডেনের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের তুমূল প্রতিযোগীতার মধ্যে দিয়ে এই বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। বৃত্তি পরীক্ষা শেষে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সভাপতি সাবেক যুগ্মসচিব মনিন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া ফাউন্ডেশনের সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী, যুগ্ম সচিব ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সহসভাপতি মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, এ কে এস গ্রুপের পরিচালক ও ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সহসভাপতি আনিসুর রহমান, কুমিল্লা জেলা নারী ও শিশু আাদালতের পিপি ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম এয়াকুব, নোয়াখালী উকিল আবদুল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, ডাঃ মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক (রেজু), ঝলম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, , বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার, বরুড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ বাবুল হোসেন, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার সহ প্রমুখ।