এমডি. আজিজুর রহমান, বরুড়া।।
বরুড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আজ সোমবার (০৭ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহীন হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফ জানান, বরুড়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়,৩য়,৪র্থ পর্যায়ে ৩৭৭ টি ঘর বিতরন করা হবে।
সূত্র সকালের কুমিল্লা