বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:-
বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা সংস্থার উদ্যোগে বরুড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার ড্রেস বিতরণ ও উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। মহান রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর শুভাগমন উপলক্ষে ১২ই অক্টোবর বাদ মাগরিব বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে এই কর্মসুচী পালন করা হয়েছে।
কর্মসুচীর শুরুতে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি শাহজাহান সিদ্দিকী ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন
এসময় বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবু রিয়াজ নুরু উদ্দিন খন্দকার স্বপনের সভাপতিত্বে ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকরামুল হকের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বাহরাইন শাখার সাধারণ সম্পাদক, ইসমাইল আবদুল মান্নান,
কেন্দ্রীয় কমিটির সদস্য তৌকির আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার। ক্লাবের দপ্তর সম্পাদক ও সুন্নিয়া কামিল মাদ্রাসা অভিভাবক সদস্য রোটারিয়ান ওমর ফারুক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন খোকন, বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, মুফতি কাজী মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন,
বরুড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দুলাল, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক শরীফ উদ্দীন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।