বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
: এসএম আজিজুল হাকিম( শিমুল) রাজধানীর উত্তরা নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নাজমুল হোসেন ২২ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ১৬ ই আগস্ট বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকামেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডামেক কর্মরত চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে নাজমুলকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুলের সহকর্মী রিয়াজুল জানান তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরে ১৯ নম্বর রোডের নির্মাণাধীন ৭তলা ভবনের তিন তলায় কাজ করেন। নাজমুল রড মিস্ত্রির সহকারি ছিল বিকেলে ভবনের তিন তলায় বারান্দায় মেশিন দিয়ে রড কাটছিল। হঠাৎ বিদ্যুৎ স্পষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। রিয়াজুল আরো জানান আহত অবস্থায় নাজমুলকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতলে নেওয়া হয়। এখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। মৃত নাজমুল টাঙ্গাইল সদর উপজেলার দারাগাউয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতো