• শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কাওরানবাজার থেকে সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার! বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।। কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন” ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৭৯” নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যরা নিজস্ব মতামত দিচ্ছেন: প্রেস উইং” উত্তরায় ম্যাগাজিন-গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার” আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা” ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের” ভিক্টোরিয়া নার্সিং কলেজ কুমিল্লার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত” জগন্নাথপুরে রিংকন হত্যা মামলায় ধরাছোয়ার বাইরে আসামীরা”

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।।

71Times / ৫৪১৫ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 

বাংলাদেশ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্রছাত্রীদের
নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।।

নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তাদের ফল সেমিস্টারে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (২৫ নভেম্বর ২০২৪) বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে নবাগত ছাত্রছাত্রীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম নবীনদের উদ্দেশ্যে বলেন, “জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোন বিকল্প নেই”। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে তা কাজে লাগানোর জন্য নবাগত ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তত্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী ইঞ্জি: এম. এ. গোলাম দস্তগীর। ডীনদের পক্ষ থেকে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান ফ্যাকাল্টি অব বিজনেস ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব সাইন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. নুরুর রহমান খান এবং ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল অনুষদের ডীন অধ্যাপক মো: হুমায়ুন কবির। এছাড়া বিভাগীয় প্রধানেরা অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের পরিচিতি তুলে ধরেন। এছাড়াও নবাগত ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটির বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে অবহিত করেন সিনিয়ার সহকারি রেজিস্ট্রার মো: মশিউর রহমান।

সভাপতির বক্তৃতায় প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি মান সম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। যে শিক্ষার মাধ্যমে তারা উজ্জ্বল জীবন গড়তে সক্ষম হয়, সে উদ্দেশ্যেই বাংলাদেশ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিগ্রীর জন্য বাংলাদেশ ইউনিভার্সিটিকে বেছে নেওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান। তারা বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ডিগ্রী নিয়ে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে অনেক শিক্ষার্থী। এটা শুধু বাংলাদেশ ইউনিভার্সিটির অর্জন নয় বরং তা পুরো দেশের জন্য গৌরবের। শিক্ষার্থীরাই আমাদের প্রেরণা এবং তাদের নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির স্বপ্ন ও পথচলা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্প্রতি অনুষ্ঠিত কাজী আজহার আলী মেমোরিয়াল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইউনিভার্সিটির ফল সেমিস্ট্রারে ভর্তিকৃত প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এই নবীনবরণ প্রোগ্রামে অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives