বামাকা’র উপদেষ্টা মফিজ প্রধানের
দাফন সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বামাকা বন্দর থানা শাখার সাবেক উপদেষ্টা মফিজ প্রধান(৫৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর মদনগঞ্জ সিটি কর্পোরেশনের কবরস্থানে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। মফিজ প্রধান মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত মালেক প্রধানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দাফনপূর্বক জানাজায় অংশ নেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী,বামাকা’র সাবেক উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সাগর,হাজী আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ শাহাবুদ্দিন,জাতীয় পার্টির নেতা আজিজুল হক আজিজ,বিএনপি নেতা মোহাম্মদ সেলিম,ইসলামপুর পঞ্চায়েত কমিটির কর্মকর্তা আব্দুল বাতেন মাদবর,হোসেনুজ্জামান উজ্জলসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।