এসএম আজিজুল হাকিম ঃ ঃবীর মুক্তিযোদ্দা আঃহালিম উকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন আজ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নালিতাবাড়ী পৌরসভার প্রথম পৌর মেয়র যাকে নালিতাবাড়ীর মাটি ও মানুষ আওয়ামীলীগ হিসেবে চিনে যিনি র্দীগ দিন আওয়ামীলীগের হাল দরে রেখেছেন নালিতাবাড়ীতে যার রক্তে আওয়ামীলীগ মিশে আছে তার স্মৃতির স্মরণে আগামী কাল নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এক সরন সভা করবেন ।