মানুষে জন্য কিছু করার প্রত্যাশা নিয়ে মাঠে নামছেন দয়াল কুমার বড়ুয়া
এসএম আজিজুলহাকিম: ঢাকা ১৮ আসনে আগামী দ্বাদশ জাতীর সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন দয়াল কুমার বড়ুয়া। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন। ঢাকা ১৮ আসন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শেষ প্রান্ত ঢাকা ১৮ আসন উত্তরে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন পূর্বে রয়েছে শীতলক্ষ্যা নদী দক্ষিণে ঢাকা ক্যান্টনমেন্ট পশ্চিমা বুড়িগঙ্গা নদী এরই মাঝখানে ঢাকা ১৮ আসন উত্তরা তুরাগ উত্তরখান খিলক্ষেত নিয়ে গঠিত। ঢাকা ১৮ আসন এখানে রয়েছে লক্ষ লক্ষ লোকের বসবাস।

লক্ষ লোকের কর্মসংস্থান বাংলাদেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতাল আর এই আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী। দয়াল কুমার বড়ুয়া তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় সময় বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি মনোনয়ন দেন আমি নির্বাচিত হয়ে এই ঢাকা ১৮ আসন কে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। দয়াল কুমার বড়ুয়া আরো বলেন ঢাকা ১৮ আসনের বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। এখনো অনেক কাজ বাকি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা মসজিদ মন্দির গির্জা সহ অবহেলিত রয়েছে বিশেষ করে উত্তর খান দক্ষিন খান তুরাগ থানার বেশিরভাগ জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা। মানুষের চলাচলে ভোগান্তির শেষ নেই তাই আমি আপনাদের মাধ্যমে প্রচারে নেমেছি। ঢাকা ১৮ আসনের সর্বস্তরের জনগণ যদি আমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত করেন। তাহলে আমি তাদের একটি সুন্দর মাদক মুক্ত চাঁদা মুক্ত ঘোষ মুক্ত দুর্নীতিমুক্ত স্মার্ট নগরী ঢাকা ১৮ আসন উপহার দেব এই হলো আমার নির্বাচনী ইশতেহার।