মানুষ
সজীব আহমেদ সজল
——————————————-
মাঝে মাঝে ইচ্ছে করে
নির্জন কোন মাঠে বসে
মেঘের সাথে গল্প করি
ইচ্ছে করে কচি পাতার
গন্ধ নেই
যত্ন করি।
বাতাসের ছোঁয়া পেলে
হৃদয় আমার
পাখা মেলে
উরতে চায়
দূর আাকাশে
মেঘের পাশে
যখন মানুষের মাঝে
ফিরে আসি।
কষ্ট লাগে
দুষ্কর্ম যত হয়
মানুষের হাতে
তবুও মানুষ হয়েই
বেচে আছি
মানুষদের সাথে!
22,591 total views, 12 views today
Leave a Reply