মুসলমানরা মন্দির পাহাড়া দিয়ে
আমাদেরকে ধন্য করেছেন
———-হিন্দু ছাত্র মহাজোট নেতৃবৃন্দ
নিজস্ব সংবাদদাতা:
নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষাসহ সংখ্যালঘুদের উপর নিপীড়ন না করার অনুরোধ জানিয়ে বন্দরের বিভিন্ন মন্দির পরিদর্শণ ও পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ৯ আগষ্ট শুক্রবার বিকেল ৫টা থেকে তারা বন্দরের বেশ কয়েকটি মন্দির ঘুরে ঘুরে সেখানকার মহারাজ,পুরোহিতসহ বিভিন্ন পূণ্যার্থীদের খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মাবলম্বীদের বিচলিত না হওয়ার আহবান জানান। একই সাথে যে কোন প্রয়োজনে তাদেরকে অবহিতও করতে বলেন। গতকাল এ সকল কর্মসূচীতে অংশ নেন ছাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন চন্দ্র দাস,সহ-সভাপতি পার্থ সারথী রায়,অনিন্দ পাল,হৃদয় দত্ত,সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ভৌমিক,কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য খোকন সাহা,লালজিউর মন্দির কমিটির সভাপতি মন্টু চৌধুরী,সাধারণ সম্পাদক জ্যোতি চৌধুরী,বন্দর উদযাপন পরিষদের সদস্য সাধু গকুল চন্দ্র দাস,বন্দর বৃন্দাবন গোপাল জিউ বিগ্র মন্দিরের মহারাজ ব্রজ গোপাল চক্রবর্তী,গৌপানাথ মন্দির কমিটির সদস্য গোপাল সরকার,বন্দর বাজার দূর্গা মন্দির ও সুশীল সমাজের প্রতিনিধি উত্তম কুমার সাহা। পরিদর্শণকালে হিন্দু নেতৃবৃন্দ বলেন,যে সকল মন্দিরগুলোতে মুসলমান ধর্মের মুফতি-মাওলানারা যেভাবে আমাদের মন্দির পাহাড়া দিয়ে রাখছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। মুসলমানরা মন্দির পাহাড়া দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা বিশ্বাস করি আমরা কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা মানুষ আমরা বাঙালী এটাই আমাদের পরিচয়। বাঙালী জাতি হিসেবে হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান মুসলমান মিলে মিশে থাকতে চাই।
বন্দরে চাঁদাবাজী-লুটতরাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ