জামালপুর মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রতিনিধি জামালপুরের মেলান্দহের ২নং কুলিয়া ইউনিয়নের ঢালিরভিটা গ্রামে অসহায় চাঁন মিয়া ও আব্দুস ছামাদকে ডালির ভিটা গ্রামের উমর আলী, আব্দুল কদ্দুস, মনিরুজ্জামান হিরা,ঈদুল হাসান,আমির হামজা,গংরা হত্যার চেষ্টার প্রতিবাদ ও ন্যায় বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ঢালিরভিটা গ্রামবাসীর আয়োজনে ভালুকা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগীর পারিবারসহ রাসেল,জহুরুল, তারা মিয়া,নয়ন, আছমা, সাদ্দাম ও মিনা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মেলান্দহের ডালির ভিটা গ্রামের অসহায় সম্প্রতি ঢালিরভিটা গ্রামের চাঁন মিয়া ও আব্দুস ছামাদকে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় ভোক্তভেগীর পক্ষ থেকে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
তাই মানববন্ধনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা ও ন্যায় বিচার দাবী করেন।