রোজাদারদের জন্য ইফতার প্রতিদিন উত্তরায়ঃ রয়েল মারাবার গ্রুপের চেয়ারম্যান প্রান্ত আয়োজিত
মহাসিনঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতার আয়োজন চলছে। প্রতিদিন বিকাল থেকে অনুষ্ঠান স্থানে চলে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন তেলওয়াত। ইফতার সময় হওয়ার আগমুহূর্তে দোয়া মিলাদ মাহফিল।
রোজাদারদের খেজমত করার জন্য দায়িত্ব পালন করেন অনেকেই। সকলের সামনে হাতে হাতে ইফতার পোঁছে দেন।
রোজাদারদের পাশাপাশি সকলেই ইফতার করার সুবিধা রয়েছে। পবিত্র মাহে রমজান মাসে মাসব্যাপী ইফতার
করাবেন চিন্তাভাবনা করে বিশাল শামিয়ানা টানানো হয়েছে।
রোজাদার সহ সকলের জন্য অপেন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনর ১ নং ওয়ার্ড( উত্তরার) -৯ নং সেক্টর, ১০ নং রোডে গিয়ে দেখা যায় লোকে-লোকান্তর। মনে হয় জনঢল বয়েছে ইফতার আয়োজনে সকল শ্রেনীর গণমানুষের উপস্তিতি। সারিবদ্ধভাবে বসে রয়েছেন রোজাদার সহ ছোট ছোট্ট ছেলেরা ও মহিলা রয়েছেন। সেবায় নিয়োজিতরা ডেকে ডেকে বসাচ্ছেন।
পবিত্র মাহে রমজান মাসে প্রথম রোজা থেকে প্রতিদিন ইফতার রোজাদারদের জন্য চলছে। আয়োজনেঃ
মোঃ সালমান খান প্রান্ত, চেয়ারম্যান, রয়েল মালাবার গ্রুপ।
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিদিন ইফতার মাহফিল চলছে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রোজাদার সহ সকলকেই। মোঃ সালমান খান প্রান্ত জানান
রোজাদারদের ইফতার করার মাধ্যমে দোয়া ও সোওয়াবের জন্য আয়োজনের করা হয়েছে। আমাদের পারিবারিক সিদ্ধান্ত পরিবারের সকলের উদ্যোগ।
পবিত্র মাহে রমজান মাস মাসব্যাপী ইফতার মাহফিল কোনো রাজনীতি নয়। রাজনীতি চিন্তা ভাবনা করে উদ্যোগ নেওয়া হয়নি। সকল শ্রেনীর মানুষের সঙ্গে ইফতার করার জন্য।