শাকপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
নতুন বাজারে রাজনৈতিক উৎসব, নেতৃত্বে নবচেতনার বার্তা
বরুড়া (কুমিল্লা), প্রতিনিধি: হুমায়ুন কবির চৌধুরী
কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন এবং স্বেচ্ছাসেবকদলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা নিয়ে এসেছে ঐক্য, সংগঠন এবং নবচেতনার বহিঃপ্রকাশ।
সম্মেলনের জমকালো আয়োজন
গতকাল সোমবার (১২ মে) বিকেল ৩টায় ইউনিয়নের শাকপুর নতুন বাজারসংলগ্ন বালুর মাঠে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।
দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি)।
উপস্থিত ছিলেন বরেণ্য নেতৃবৃন্দ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য জননেতা জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অধ্যাপক সরওয়ার জাহান দোলন, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
মিজানুর রহমান (চেয়ারম্যান), শফিউল আলম রায়হান, ডা. নজরুল ইসলাম শাহীন – সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
হুমায়ুন কবির পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক, বরুড়া উপজেলা বিএনপি
কামাল হোসেন নয়ন ও মোঃ ওমর ফারুক হোসেন – যুগ্ম আহ্বায়ক, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় অংশগ্রহণ
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
নেতৃত্বে নবজাগরণ
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ঐক্য ও কার্যক্রমের পুনর্জাগরণের ওপর গুরুত্বারোপ করেন।
স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
সম্মেলনের পাশাপাশি বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রয়েছেন:
সভাপতি: মোঃ মাসুদ আলম
সাধারণ সম্পাদক: মোঃ আবু সাঈদ বাবলু
সিনিয়র সহ-সভাপতি: মোঃ মাসুদ মিয়াজী
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ বাহার মাহামুদ
সাংগঠনিক সম্পাদক: মোঃ সজিব হোসেন
কোষাধ্যক্ষ: মোঃ শামীম হোসেন
প্রচার সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম
এছাড়া আরও রয়েছেন ৭ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সম্পাদক এবং বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ (দফতর, মহিলা, কৃষি, ছাত্র, যুব, স্বাস্থ্য, ক্রীড়া, ধর্ম, ত্রাণ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক)।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
সভাপতি মাসুদ আলম বলেন, “দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শাকপুর ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলব।”
সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবলু জানান, “নেতৃত্বের প্রতি আস্থা নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ছড়িয়ে দেব।”
সহ-সভাপতি মোহাম্মদ তাবারক হোসেন বলেন, “সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে কাজ করছি। এবার নতুন দায়িত্ব নিয়ে ইউনিয়নের প্রতিটি এলাকায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
সম্মেলন এবং পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে ৮নং শাকপুর ইউনিয়নে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।