কুমিল্লা বরুড়া উপজেলার সামাজিক সংগঠন, শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে শাকপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং করোনা ভাইরাস দুর্যোগকালিন সময়ে সুবিধা বঞ্চিত, গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই, চিনি,ও মসলা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জুলাই) সকাল ১১ টায় বাড়িতে বাড়িতে গিয়ে শাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায়, কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি গাজী শরীফুল ইসলাম জানান, করোনা মহামারিতে টিকে থাকার যুদ্ধে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের উপহার প্রদান করলাম। যাতে করে কেউ লজ্জিত না হয় সেইদিক বিবেচনায় রেখে বাড়িতে বাড়িতে গিয়ে এই ঈদ উপহার বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন. গাজী শরীফুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ আলম, ডাঃ হেলাল উদ্দিন, মোঃ শামীম কাদের জিলানী, ফয়সাল আহমেদ, জহিরুল ইসলাম, নাজমুল হুদা ইউসুফ মিয়াজি,সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।