গত ৫ দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পেস্টুনে অশ্লীন লেখা দেখে ঢাকা শাহবাগের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অশ্লীন ভাষায় স্লোগান দিলে তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তোলে বরুড়া উপজেলার আড্ডা গ্রামের কৃতিসন্তান কবি মুহাম্মদ সবুজ হোসেন।
তিনি ৭১ নিউজ কে জানায়- আমিও একজন ছাত্র। আমরা কোমলমতি শিক্ষার্থী। আমরা যদি অশ্লীন কথাবার্তা বলি তাহলে শিক্ষিত আর মূর্খ এর মধ্যে পার্থক্য কি? আমিও তো আজ ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে মানবন্ধন করেছি। মানবন্ধন এর অনেকগুলো পেস্টুন আমি লিখিছি। সবগুলো শব্দই মার্জিত ভাষা।
আন্দোলন বা কার্যক্রমের প্রাণ বা আত্মা হলো গিয়ে স্লোগান, সেই স্লোগানের ওজন থাকা চাই। স্লোগান যদি সস্তা-খেলো হয়, সেক্ষেত্রে আন্দোলনও দুর্বল হতে বাধ্য।
আমরা এমন শ্লোগান দিবো, যেই স্লোগানের দ্বারা আন্দোলন শক্তিশালী হয়, যেই স্লোগানের কারণে ভবিষ্যতের ইতিহাসের পাতায় ও পাঠ্যপুস্তকে তাদের নাম উঠে যায়।
যারা নোংরা ভাষার ভাষার মতো সস্তা স্লোগান দিতে উদ্বুদ্ধ করছে, তারা কখনোই শিক্ষার্থীদের ভালো চায় না।
50,612 total views, 2 views today
Leave a Reply