শেখ হাসিনার ভার্চুয়াল মিটিংয়ে নাশকতার ছক: কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হুমায়ুন কবির চৌধুরী, কুমিল্লা থেকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
রেজাউল করিম বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ।
পুলিশের দাবি, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় তিনি গত ১০ ফেব্রুয়ারি গ্রেফতার হন। জামিনে মুক্তি পেয়ে পুনরায় সরকারবিরোধী তৎপরতায় জড়িয়ে পড়েন।
সম্প্রতি ভার্চুয়ালি পলাতক শেখ হাসিনার সঙ্গে একটি গ্রুপ মিটিংয়ে অংশ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে মিলে কুমিল্লা অঞ্চলে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যসূত্রে জানা গেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, “অ্যাডভোকেট রেজাউল করিম গোপনে দলবল নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসায় তাকে আটক করা হয়।”
এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
গ্রেফতার এবং অভিযোগের এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।