শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-
মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৩ খ্রি. মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে, ২০২৩) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জাতীয় সংসদের সম্মানিত হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি।
শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর, ছানোয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, শেরপুর; এডভোকেট চন্দন কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, শেরপুর; আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর মেয়র, শেরপুর-সহ শেরপুরের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল ২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেরপুর জেলা পুলিশ ‘শ্রেষ্ঠ জেলা’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করায় পুলিশ সুপার, শেরপুরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।