শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী : এস এম আজিজুল হাকিম : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২সেপ্টেম্বর) বিকেল ৩:৫৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে সুধী সমাবেশ স্থলে পৌছান প্রধানমন্ত্রী। এরপর তিনি মঞ্চে আহরণ করেন। এর আগে সাড়ে তিনটায় রাজধানীর কাওলায় বহুল কাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে টিকেট কেটে এলিভেটেড এক্স প্রেসওয়ে দিয়ে ফার্মগেটে নামেন সরকার প্রধান। এ সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ঢাকা ১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশে যোগ দেন সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। এছাড়া সচিব ও বিভিন্ন পর্যায়ের আমলারাও এই সমাবেশে অংশ নিয়েছেন একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংলিস্টরা যোগ দেন। সরকারের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে সুধী সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও এর প্রতিটি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে সব সংগঠনের কেন্দ্রীয় মহানগর রাজধানী ও এর আশে পাশের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়নের কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত হন এবং আগামীকাল সকাল ছয়টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে।