সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুর ৫দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩জুন) দুপুরের দিকে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুকে ৫দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে ওই আদালতের বিচারক তানভীর আহমেদ আসামী বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে ৬টার দিকে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে বিভিন্ন মেয়াদে দুই দফায় রিমান্ডে থাকা ১২জন আসামীকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুই আসামীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। সর্বশেষ শুক্রবার সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু এখনও গ্রেফতার হয়নি নাদিম হত্যা মামলার অন্যতম আসামী চেয়ারম্যানের ছেলে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রিফাত।
জেলা ডিবি পুলিশের (ওসি) আরমান আলী জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার ১৬৪ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাত সাড়ে ১০টায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তাঁর ছেলে ফাহিম ফয়সাল রিফাত সহ ১০-১২ জন নাদিমের ওপর হামলা করে। এসময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করে চেয়ারম্যানের ছেলে রিফাত। পরে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়। হত্যার ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
গত ১৮ জুন ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে তুলে পুলিশ ৭দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আসামীদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মন্জুর করেন। রিমান্ড শেষে তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।