মোহাম্মদ শহিদুল্লা, টেকনাফ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভায় সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহসান বদি। হ্নীলায় বঙ্গবন্ধুর শোক সভায় সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে যাদেরকে হাত তুলে সভাপতি সাধারণ সম্পাদক বানিয়েছিলাম আজ তারাই আমার সাথে বেঈমানী শুরু করেছে। মনে রাখবেন চেনা বান্ধনের পৈতা লাগেনা।ব্যানারে নাম থাকুক বা না থাকুক এমপি বদিকে সবাই চেনে। আপনারা যতই আমার নাম মুচে ফৃলতে চান কিন্তু উখিয়ার টেকনাফের খেটে খাওয়া মানুষের মন থেকে আমার নাম মুচে ফেলতে পারবেননা।সামনে জাতীয় সংসদ নির্বাচন,এই সময়ে সরকার দলীয় সাবেক এমপিকে নিয়ে যে ষড়যন্ত্রের রাজনীতি শুধু করেছেন তা দলের জন্য সরকারের জন্য কতটুকু সুফল বয়ে আনবে সে প্রশ্ন রেখে গেলাম। পরিশেষে বলব এ সময়ে আপনাদের ভুল অপাত্রে বিয়ে দেয়ার শামিল।