• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন

71Times / ৫৯২৬ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত প্রতিযোগিতার অংশ হিসাবে কবিতা আবৃত্তি করছেন অত্র এলাকার কয়ানিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ‘মঈজ ফুয়াদ’।
সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত চিত্রাংকন, উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন অনুষ্ঠিত
সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত সতীর্থ বইমেলা ২০২৫ উপলক্ষ্যে গতকাল ২১শে ফেব্রুয়ারী সৈয়দপুর ডাক বাংলো মাঠে চিত্রাংকন, উম্মুক্ত কবিতা আবৃত্তি বই মেলা ও উদিচি শিল্প গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সৈয়দপুর সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। উম্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিচারক মন্ডলি অপু বিশ্বাস, জনাব আমিরুল, তানভির হাসান সহ মেলার উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম সাজু, শাউন রেজা মাহমুদ, মো.মিজানুর রহমান, ইকবাল হোসেন , রেজা মাহমুদ, কামরুজ্জামান শাউন।
গতকাল সরজমিন দেখা যায়, মেলায় উপচে পড়া ভিড় রয়েছে। আগতদের বেশির ভাগকেই সেলফি তোলা, ফুল কেনা ও খাবারের দোকানে ভিড় করতে দেখা গেছে। ‘এখন মেলায় অনেক বৈচিত্র্য রয়েছে। খাবারের দোকানও বেড়েছে। তাছাড়া ছবি তোলার জন্যও অনেকে মেলায় আসেন। বই কেনা ছাড়াও বিনোদনের জায়গায় পরিণত হয়েছে বইমেলা। ডাক বাংলো উদ্যানের উন্মুক্ত মঞ্চের উম্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সুযোগে মেলায় আগত অবিভাবকগন তাদের ছোট ছোট সোনামণিদের অনুষ্ঠানে নাম লিপিবদ্ধ করার জন্য আগ্রহ দেখায়, এবং মেলা কর্তৃপক্ষ সেখান থেকে শ্রেনী বিভাগ অনুযায়ী আলাদা আলাদা প্রতিযোগীতার আয়োজন করে, যা উপস্থিত অবিভাবককের উৎসাহ আর আনন্দ দেয়। উক্ত মেলায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন পুবালী স্কাউট।
এবারের বইমেলায় স্টলের সংখ্যা ছিল বেশি , স্বপরিবারে উপস্থিত নানা পেশার অবিভাবক তাদের সোনামণিদের নিয়ে আসেন এই মেলায়, বিষয়টা অনেকেরই কাছে ভালোই মনে হয়েছে, নানা ধরনের নানা শ্রেনীর মানুষ ভিড় করে এই বই মেলায়, আয়োজকদের আন্তরিক আয়োজন অত্র এলাকার নানা পেশার লোকদের আগমনের আগ্রহ বাড়িয়েছে, বইমেলায় দেশি-বিদেশি ভাষায় নানা বিষয়ের বই স্থান পেয়েছে। মহিলা পাঠাগার, বই কানন,লাইব্রেরিয়ান, হাসান লাইব্রেরি, উত্তরা হাউজ, সতীর্থ গ্রন্থকুঠি, সহ প্রায় ৫০ টির মত স্টল ছিল এই বই মেলায়, মেলায় আগত বিভিন্ন পেশার লোকদের সাথে কথা বলে জানা গেছে তার খুবই খুশি এই মেলার আয়োজনে, উপস্থিতিদের অনেকেই উক্ত উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ হিসাবে বলেন দেশের সংস্কৃতি কে টিকিয়ে রাখতে এই বই মেলা চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান উদ্যোগ জরুরী ছিল, আর মেলা উদ্যোগ কমিটি আগামীতে আরো বড় আকারে করার আশা ব্যক্ত করেন।
তিন দিন ব্যাপি চলামান এই বইমেলা গত ২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর