১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের এক সদস্য গ্রেফতার
প্রতিনিধ মোঃ শুকুর আলী
চার চাকার গাড়ি কেনার সামর্থ্য যাদের নাই মোটরসাইকেল তাদের জন্য শুধু একটি দ্বিচক্রযানই নয়, একটি প্রয়োজনীয়তা, বাস্তবতা ও একটি স্বপ্ন। মোটরসাইকেলটি চুরি হয়ে গেলে স্বপ্নটা শুধু ভেঙে যায় না, বাস্তবতা হয়ে পড়ে কঠিন। এই চোর চক্রকে গ্রেফতারে কাজ করে যাচ্ছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে সপ্তাহে ২/৩টি মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মো: জাকারিয়া হোসেন হৃদয়। এ চক্রের অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার হবিগঞ্জের লোকরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।