কম দামে একটি ল্যাপটপ আনল ভারতের প্রযুক্তি-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইবল। মডেল কম্পবুক মেরিট জি নাইন। এতে রয়েছে ইনটেল সেলেরন প্রসেসর ও ২ জিবি র্যাম। আর ভারতের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ১৩ হাজার ৯৯০ রুপিতে। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬০৮ টাকা।
সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল। ব্যাকআপের জন্য এতে ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
হালকা-পাতলা ডিজাইনের এই ল্যাপটপটি কমব্যাল্ট ব্লু ‘কালারে পাওয়া যাবে। মাল্টিটাচ ও টাচপ্যাড সমৃদ্ধ ল্যাপটপটিতে ২.৪ গিগাহার্জের এন৩৩৫০ মডেলের ইনটেল সেলেরন প্রসেসর ব্যবহার করা হয়েছে। দ্রুত গতিতে কর্মসম্পাদনের জন্য আছে ২ জিবি ডিডিআর থ্রি র্যাম। স্টোরেজের জন্য আছে ৩২ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসটিতে এসএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ব্যবহারের সুযোগ আছে। ছবি তোলার জন্য ল্যাপটপটিতে আছে ০.৩ মেগাপিক্সেলের ওয়েব ক্যাম। এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে। কানেকটিভিটির জন্য আরও আছে ওয়াইফাই, ব্লু টুথ এবং ইউএসবি।
এছাড়াও ল্যাপটপটিতে বিল্টইন অ্যান্টিভাইরাস রয়েছে।
Leave a Reply