• বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রোগ্রাম অনুষ্ঠিত সামিউন বাসির: গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক নিরব যোদ্ধার গল্প জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎ শর্ট সার্কিটে গরু, ছাগল, অটোগাড়ি ও ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৫ পরিবার এপ্রিলে নয় ডিসেম্বরেই নির্বাচন চান ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। নরিন্দ্রপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন জামালপুরে ঝুমকা হস্তশিল্প সমিতির মাধ্যমে ৫০টি গরুর কোরবানি, ১৭৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা দৈনিক বরুড়া কণ্ঠের মতবিনিময় সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত” কুমিল্লার ১৭ উপজেলায় ৪০১ স্থানে কোরবানির পশুর হাট বসেছে”

সাংবাদিকদের বৃহত্তর কল্যাণে নিয়োজিত সংগঠনটির পক্ষ থেকে সকল মুসলমানকে জানানো হয়েছে ঈদ মোবারক ও শান্তির বার্তা

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

71Times / ১০২৩০ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | ৭১টাইমস্ ডটকম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমান, বিশেষ করে সাংবাদিক সমাজ ও সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, “ঈদুল আজহা আত্মত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক মহান অনুশীলন। এই পবিত্র উৎসব আমাদের নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার অনুপ্রেরণা জোগায়। মহানবী হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে আমরা পশু কোরবানির মাধ্যমে প্রতীকীভাবে আমাদের ভেতরের লোভ, মোহ, ক্রোধ, হিংসা ও অহংকার ত্যাগ করার অঙ্গীকার করি।”

তাঁরা বলেন, “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংবাদিকদের কল্যাণে নিবেদিত একটি নিরপেক্ষ, অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটি সাংবাদিকদের মধ্যে বন্ধন সৃষ্টি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সংকটময় সময়েও আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে চলেছি।”

সভাপতি গাজী মামুন বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং আমাদের জীবন শান্তি, সৌহার্দ্য ও কল্যাণে ভরে ওঠে—এই দোয়া করি।”

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল বলেন, “ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো—ধনী-গরিব, শ্রেণি-পেশা নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো। এই উৎসব মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত থাকে ঈদের পূর্ণতা।”

শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন, “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সদস্য, দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোন, শুভানুধ্যায়ী এবং মুসলিম উম্মাহর প্রতি জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর