ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | ৭১টাইমস্ ডটকম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমান, বিশেষ করে সাংবাদিক সমাজ ও সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, “ঈদুল আজহা আত্মত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক মহান অনুশীলন। এই পবিত্র উৎসব আমাদের নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার অনুপ্রেরণা জোগায়। মহানবী হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে আমরা পশু কোরবানির মাধ্যমে প্রতীকীভাবে আমাদের ভেতরের লোভ, মোহ, ক্রোধ, হিংসা ও অহংকার ত্যাগ করার অঙ্গীকার করি।”
তাঁরা বলেন, “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংবাদিকদের কল্যাণে নিবেদিত একটি নিরপেক্ষ, অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটি সাংবাদিকদের মধ্যে বন্ধন সৃষ্টি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সংকটময় সময়েও আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে চলেছি।”
সভাপতি গাজী মামুন বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং আমাদের জীবন শান্তি, সৌহার্দ্য ও কল্যাণে ভরে ওঠে—এই দোয়া করি।”
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুদ্দিন জুয়েল বলেন, “ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো—ধনী-গরিব, শ্রেণি-পেশা নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো। এই উৎসব মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত থাকে ঈদের পূর্ণতা।”
শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন, “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সদস্য, দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোন, শুভানুধ্যায়ী এবং মুসলিম উম্মাহর প্রতি জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!”