জামালপুরে শুভ জন্মাষ্টমী মহোৎসব পালিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৬সেপ্টেম্বর) বিকালে শহরের শ্রী শ্রী রাধা মোহন জিউ মন্দির (ঠাকুরবাড়ী) কমপ্লেক্সে জন্মাষ্টমী’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু’র সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি।
শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি,
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, এফবিসিসিআই’র পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী
লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিত, শ্রী শ্রী রাঁধা মোহন জিউ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা প্রমুখ।
পরে দয়াময়ী মোড় থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নানা সাজে, নানা ঢঙে সনাতন ধর্মাবলম্বীরা যোগ দেন এবং একই সাথে শিশু-কিশোরদের আকর্ষণীয় সাজের মধ্য দিয়ে ফুটে ওঠে কৃষ্ণজীবনের লীলাময় ঘটনা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা ও শ্রী শ্রী রাঁধা মোহন জিউ মন্দির পরিচালনা পরিষদ এ জন্মাষ্টমী মহোৎসব-১৪৩০ এর আয়োজন করেন।