• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত” সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪

71Times / ৪৫৯৯ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে একই স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছে। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়।
শনিবার (৮ মার্চ) সকালে পৌর শহরের ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর- ময়মনসিংহ মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে ঢাকাগামী দশচাকার (লং ভেহিকেল) একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এ সময় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটর সাইকেল সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর  আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে আটক করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর