জামালপুর জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর জেলা পরিষদের উদ্যোগে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণের আয়োজন করেন জেলা পরিষদ।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।