বরুড়ায় ফেইসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ কর্মীকে কুপিয়ে জখম গ্রেফতার ১
বিএম মহসিন
বরুড়া শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন এর চন্ডীমুড়া বাজারে ফেইসবুকে পোস্ট করার সূত্র ধরে ইউনিয়ন ছাত্রলীগের ২ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ।
ঘটনার বিষয় প্রত্যক্ষদর্শীরা জানায় সংসদ নির্বাচন শেষে লঘ্নসার গ্রামের শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ এর কর্মী মাককছুদ “নির্বাচনের টাকা পয়সায় নিয়ে কেউ জামেলা করবেন না, না হয় পাওনাদার বেড়ে যাবে এরকম মন্তব্য লিখে ফেইসবুকে পোস্ট করে এই নিয়ে লগ্নসার গ্রামের রফিক মিয়ার পুত্র সৌরভ হোসেন প্রকাশ পাতলা খান(২২) মোবাইল ফোনে হুমকি দমকি দেয় এরি ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় আনুমানিক ৬ টার দিকে
চন্ডিমুড়া বাজারের দীলিপ বড়ুয়ার দোকানের সামনে লগ্নসার গ্রামের সৌরভ হোসেন পাতলা খান(২২) পিতা : রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত অপু (২৩)পিতা : সফিকুল ইসলাম,
আশিক (২৪)পিতা : আবুল কালাম
,চন্ডিপুর গ্রামের আবদুল মমিন এর পুত্র সিয়াম হোসেন (২২)
পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে হামলা করে।
হামলায় লগ্নসার গ্রামের জালাল উদ্দীন এর পুত্র মাকসুদুর রহমান ও আমড়াতলী গ্রামের মো: মিজানুর রহমান এর পুত্র তারিকুর রহমান রিফাতকে এলোপাতাড়ি সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে যখন করে,
দুইজনের সরিলের বিভিন্ন অংশ অন্তত ৭/৮ টি আগাত করা হয়েছে বলে জানান আহতদের পরিবার,এই ঘটনায় বাজারের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়,
এবং ঘটনার সঙ্গে জড়িত সোরবকে সুইস গেয়ার সহ জনতা আটক করেতে পারলেও বাকিরা পালিয়ে যায় পরে থানায় অবহিত করলে থানার এস আই উওম কুমার ঘটনাস্থল থেকে একটি সুইস গেয়ার সহ সোরবকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত রিফাতের বাবা স্কুল শিক্ষক সাংবাদিকদের বলেন আমার ছেলে কোন অন্যায় করেনি তার৷ বন্ধু মাকসুদের সঙ্গে আরেক বন্ধুর জন্মদিনের কেক নিয়ে যাচ্ছিলো এরি মধ্যে তারা আমার ছেলেকে কুপিয়ে জখম করে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই
এ দিকে স্থানীয় অনেকেই জানান এই চক্রটি এলাকায় নানান অপকর্ম করে বেড়ায় বাজারের দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ, চুরি, সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা শুনা যাচ্ছে।
আহত মাকসুদ এর বাবা বাদি হয়ে বরুড়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞত নামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।