আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী থানাকে জুয়ামুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর শহরের নুরপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে আটক করা হয়েছে।
১২ জুলাই রবিবার রাত ১২দিকে নুরপুর গ্রামের মধু মিয়ার টিনসেড ঘরের ভিতর জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃত হলেন,পলাশবাড়ী পৌর এলাকার বাড়াইপাড়া গ্রামের মৃত আবদুল মজিদ আকন্দের ছেলে রাশেদুল ইসলাম ওরফে লেলিন (৪০), একই গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফুল ইসলাম ওরফে কাচ্চু,নুরপুর গ্রামের এনামুল হকের ছেলে মিজানুর রহমান(২৮),আমবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম(৫০)।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ প্রতিবপদককে জানান, আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি জুয়া মামলা রুজু হয়েছে। জুয়াড়ীদেরকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
(আপডেটে’মুহাম্মাদ মহাসিন’ বার্তা বিভাগ)