মৌসুমি আক্তার / মহাসিনঃ
রোজাদারদের জন্য ইফতার নিয়ে অপেক্ষা করেন। প্রতিদিন মোঃ সালমান খান প্রান্ত। হাঁক ঠাক সুরে ডাকেন ইফতার করেন। ইফতার করার ব্যাবস্হ রয়েছে মাইকে। রাস্তা দিয়ে চলাচল করা পথচারী, রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেনীর মানুষ ইফতার করতে বসেন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিদিন রোজাদারের জন্য ইফতার করান। বিশাল শামিয়ানা টানানো গেইটে ব্যানার লাগানো। ইফতার নিজ হাতে তুলে দেন মোঃ সালমান খান প্রান্ত। ইফতার দেওয়া জন্য রয়েছে অনেকেই। প্রতিদিন ইফতার রোজাদারদের জন্য আয়োজন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইউটিউবে প্রচার হচ্ছে।
মোঃ সালমান খান প্রান্ত, চেয়ারম্যান রয়েল মালাবার গ্রুপ আয়োজিত পবিত্র মাহে রমজান মাসে মাসব্যাপী ইফতার রোজাদারদের জন্য।
উত্তরায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী দিয়েছেন। আব্দুল্লাহপুর উত্তরার বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত থাকেন ইফতার মাহফিলে। প্রতিদিন ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলওয়াত করা হয়।
মোঃ সালমান খান প্রান্ত, চেয়ারম্যান- রয়েল মালাবার গ্রুপ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের উত্তরা -৯ নং সেক্টর, ১০ নং রোড, নিজ বাড়ির আঙ্গিনায়।
মোঃ সালমান খান প্রান্ত, চেয়ারম্যান, রয়েল মালাবার গ্রুপ ও বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক (সাবেক) বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদের মুসুল্লী, এলাকার মুরুব্বি, ৯ নং সেক্টর কল্যান সমিতি সহ আব্দুল্লাহপুরের সকল শ্রেনীর মানুষ উপস্থিত থাকেন।
আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন খান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি করপোরেশন তাঁর ভাতিজা মোঃ সালমান খান প্রান্ত, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী, রাজনীতিবিদ।
অসহায় দরিদ্র মেহনতি মানুষের সেবক,জনদরী জনবান্ধন জনপ্রিয় মুখ।
জনকল্যাণমুখী কাজে সবসময় মানুষের পাশে থাকেন উত্তরায়।