• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত” সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন

কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন ২৭ টি ও ১০ খুন!

71Times / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত মার্চ মাসে কুমিল্লায় মোট ৫৬৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ১০টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৬টি, ধর্ষণ ১১টি, রাহাজানি-দস্যুতা ৭টি এবং ৩টি ডাকাতির ঘটনা। মার্চ মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৯০টি। এছাড়া ওই মিাসে ১টি দোনলা পিস্তল, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ২ রাউন্ড গুলি ও ৭টি দেশীয় অস্ত্রসহ মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সবগুলো অস্ত্রই উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।

পহেলা বৈশাখ উদযাপন নিয়ে আলোচনায় জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান বলেন, পহেলা বৈশাখ রমজান মাসে হওয়ায় আমরা দিবসটি উদযাপন নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কোন কুচক্রী মহল যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কুৎসা বা গুজব রটিয়ে আইনশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে সেজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া তিনি আরো বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে মহাসড়কে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অপ্রীতিকর ফায়দা লুটার চেষ্টা করে। এজন্য যে কোন দুর্ঘটনায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে খুব দ্রুত দায়িত্বশীল হতে হবে। যেন কেউ এসব ঘটনার নেতিবাচক ব্যবহার না করতে পারে।

 

সভায় জানানো হয়, আগামী ১৩ ও ১৪ এপ্রিল দুইদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্যের দিবস পহেল বৈশাখ পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর